1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:০২ পূর্বাহ্ন

ড্রোন হামলায় চেরনোবিলের নিরাপত্তা ব্যবস্থায় বড় ক্ষতি: সতর্ক করল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৯ Time View

চলতি বছরের শুরুর দিকে ড্রোন হামলার পর ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের প্রধান নিরাপত্তা ব্যবস্থা কার্যক্ষমতা হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আইএইএ। ১৯৮৬ সালের ভয়াবহ পারমাণবিক   নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি এ তথ্য জানায়।

ইউক্রেন দাবি করেছে—গত ফেব্রুয়ারির এই হামলা রাশিয়ার পরিচালিত ড্রোন থেকে হয়েছে। তবে রাশিয়া বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছে।

আইএইএ জানায়, তাদের সাম্প্রতিক পরিদর্শনে দেখা গেছে—২০১৯ সালে নির্মিত ইস্পাত আচ্ছাদিত সুরক্ষা কাঠামোটি ড্রোন আঘাতের পর কার্যকারিতা হারিয়েছে। আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, “সুরক্ষা কাঠামোর আবদ্ধতার সক্ষমতাসহ কিছু গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থা আর পূর্ণ কার্যক্ষম নেই। তবে লোড-বেয়ারিং অংশ বা মনিটরিং সিস্টেমে স্থায়ী ক্ষতি হয়নি।”

তিনি আরও জানান, প্রাথমিকভাবে কিছু মেরামত করা হয়েছে, তবে দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিত করতে বড় ধরনের পুনর্নির্মাণ জরুরি।

১৯৮৬ সালের বিস্ফোরণে ইউরোপজুড়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। দুর্ঘটনার পর সোভিয়েত কর্তৃপক্ষ বিপুল কর্মী ও সরঞ্জাম দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেন্দ্রটির শেষ সক্রিয় চুল্লি ২০০০ সালে বন্ধ করা হয়।

এ ছাড়া, ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরুর দিকে চেরনোবিল কেন্দ্র ও আশপাশের এলাকা এক মাসের বেশি সময় রাশিয়ার দখলে ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss