দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩৯১ জন ডেঙ্গু রোগী। শনিবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বরাবরের মতো এবারও বরিশাল বিভাগে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১২৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ৮৩ জন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ৫৫ জন। স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ২১৪ জনে, এবং মৃতের সংখ্যা ৫৭৫ জনে।
তুলনামূলকভাবে, ২০২৩ সালে ডেঙ্গুতে রেকর্ডসংখ্যক ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
Leave a Reply