চলতি ডিসেম্বর মাসের প্রথম ২০ দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২১৭ কোটি ২১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এতে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৮৬ লাখ ডলার, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে।
রোববার (২১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়, ডিসেম্বরের ১ থেকে ২০ তারিখ পর্যন্ত মোট ২১৭ কোটি ২১ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক: ৩৭ কোটি ১৩ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংক: ২১ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার, বেসরকারি ব্যাংক: ১৫৮ কোটি ১৩ লাখ ৮০ হাজার ডলার, বিদেশি ব্যাংক: ৪২ লাখ ডলার। পর্যবেক্ষণে দেখা যায়, ডিসেম্বরের বিভিন্ন সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল বেশ শক্তিশালী। ১৪–২০ ডিসেম্বর: ৬৬ কোটি ৪৬ লাখ ৬০ হাজার ডলার, ৭–১৩ ডিসেম্বর: ৮৭ কোটি ৫০ লাখ ৯০ হাজার ডলার, ১–৬ ডিসেম্বর: ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার ডলার। এর আগে, চলতি অর্থবছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স আসে নভেম্বর মাসে, যা ছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। এছাড়া অক্টোবর ও সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২০২৪–২৫ অর্থবছরে এখন পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স— যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
বিশেষজ্ঞরা বলছেন, রেমিট্যান্সের এই ধারাবাহিক প্রবাহ বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি সামগ্রিক অর্থনীতিতে স্বস্তি আনছে।