1. arshinagargroup75@gmail.com : Rofiqul Islam : Rofiqul Islam
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৮:১৩ পূর্বাহ্ন

ডাকসু প্রসঙ্গে ভিপি জয়নাল: “মন খারাপের কিছু নেই, এটা আমাদের জন্য ছবক”

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ Time View

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ঘটনা নিয়ে মন খারাপ বা হতাশ হওয়ার কিছু নেই। বরং এটি বিএনপির জন্য একটি বড় শিক্ষণীয় ছবক।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ফেনীর ফরহাদনগর ইউনিয়নের খাইয়ারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা ও সংসদীয় আসনভিত্তিক প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরহাদনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বেলায়েত হোসেন বাচ্চু চেয়ারম্যান। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

ভিপি জয়নাল বলেন,

“আমাদের আদর্শের ওপর অটল থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সতর্ক হওয়ার জন্য এই ঘটনার শিক্ষা দিয়েছেন। আজ শপথ নিতে হবে—আগামী ফেব্রুয়ারির নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।”

তিনি আরও বলেন,

 “১৯৭১ সালে আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। কিন্তু ১৯৭৪ সালে বাকশাল গঠনের মাধ্যমে গণতন্ত্র বিপন্ন হয়। গত ১৫ বছরে শেখ হাসিনা হাজার হাজার মানুষের জীবন নষ্ট করেছে, সম্পদ লুট করেছে, দেশকে জাহান্নামে পরিণত করেছে। স্বাধীনতা ছিল না। ৫ আগস্ট তারা পালিয়েছে, আর তার আগের দিন ফেনীতে ১১ জনকে হত্যা করেছে। আমরা প্রতিশোধ নেইনি, কারণ আমরা আইনের শাসনে বিশ্বাস করি। যারা জুলুমবাজি করেছে, ইতিহাস সাক্ষী—হাসিনা, ফেরাউন, নমরুদ—কেউ আল্লাহর গজব থেকে রক্ষা পায়নি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী, ফেনী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, যুগ্ম আহ্বায়ক তপন কর, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন এবং জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন।

এ সময় ২০ টাকা সদস্য নবায়ন ফি দিয়ে কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফরহাদনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবদীন খন্দকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss