ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইতিহাস গড়ে ভূমিধস জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সহ প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ পদ দখল করেছে এই জোট। অন্যদিকে ছাত্রদল, বাম জোট ও বাগছাসের প্যানেলগুলো ভরাডুবির মুখে পড়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে দেখা যায়—
ভিপি পদে সাদিক কায়েম (শিবির সমর্থিত) ১৪,০৪২ ভোটে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম খান পান মাত্র ৫,৭০৮ ভোট।
জিএস পদে এস এম ফরহাদ (ঐক্যবদ্ধ জোট) পান ১০,৭৯৪ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত তানভীর বারী হামিম পান ৫,২৮৩ ভোট।
এজিএস পদে মহিউদ্দিন খান (ঐক্যবদ্ধ জোট) পান ১১,৭৭২ ভোট, আর ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পান ৫,০৬৪ ভোট।
এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, আন্তর্জাতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, পরিবহন সম্পাদকসহ অধিকাংশ পদই শিবির সমর্থিত জোট দখল করেছে।
শুধুমাত্র তিনটি পদে স্বতন্ত্র প্রার্থীরা জয় পান—
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী (৭,৭৮২ ভোট)
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি (১১,৭৭৮ ভোট)
সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী (৭,৬০৮ ভোট)
অন্যদিকে, ফলাফল প্রত্যাখ্যান করেছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ও স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা। তারা ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন।
বিজয়ী সাদিক কায়েম ঢাবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক। নির্বাচনের সময় তিনি ছাত্রদলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছিলেন।
এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯,৮৭৪ জন। আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী এবং ১৮টি হল সংসদের ২৩৪টি পদে লড়েছেন ১,০৩৫ জন প্রার্থী।
Leave a Reply