ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা স্পষ্ট করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে লুলা বলেন, “ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট, বিশ্বের সম্রাট নন।” লুলা প্রায়ই ট্রাম্পের সমালোচনা করেছেন, কিন্তু এবার সবচেয়ে স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে, তার এবং ট্রাম্পের মধ্যে সরাসরি যোগাযোগ এখন ভেঙে গেছে।
লুলা বলেন, ট্রাম্প জুলাই মাসে ব্রাজিলের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন, যা রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ। এই শুল্ক যুক্তরাষ্ট্রে ব্রাজিলের রপ্তানি, বিশেষ করে কফি ও গুরুর মাংসের মতো পণ্যের দাম বৃদ্ধি করবে। তিনি বলেন, “মার্কিন জনগণকে ব্রাজিলের সাথে সম্পর্ক নিয়ে ট্রাম্পের ভুল সিদ্ধান্তের মূল্য দিতে হবে।”
লুলা জানান, তিনি কখনো ট্রাম্পকে ফোন করার চেষ্টা করেননি, কারণ ট্রাম্প প্রশাসনের সদস্যরা কথা বলতে চাননি। তিনি যুক্তি দেখান যে, তার খারাপ সম্পর্ক ট্রাম্পের সাথে একমাত্র ব্যতিক্রম। লুলা ইতিমধ্যেই বিশ্বের অন্যান্য নেতাদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন, যেমন সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী, ইইউ, চীন, ইউক্রেন এবং ভেনেজুয়েলার নেতারা।
লুলা বলেন, “ট্রাম্পের সাথে আমার কোনো সম্পর্ক নেই কারণ তিনি যখন প্রথমবার নির্বাচিত হয়েছিলেন, তখন আমি প্রেসিডেন্ট ছিলাম না। তার সম্পর্ক বলসোনারোর সঙ্গে, ব্রাজিলের সঙ্গে নয়।” তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যদি ট্রাম্পকে দেখেন, তবে সভ্য নাগরিক হিসেবে স্বাগত জানাবেন।
লুলা আগেও জানিয়েছিলেন, ৬ জানুয়ারি ২০২১ সালের ক্যাপিটল দাঙ্গার মতো ঘটনা ব্রাজিলে ঘটলে ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতে হতো।
Leave a Reply