1. arshinagargroup75@gmail.com : Rofiqul Islam : Rofiqul Islam
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ০৩:০১ অপরাহ্ন

ট্রাম্প প্রশাসন ছাড়লেন ইলন মাস্ক, বিশাল বাজেট বিল নিয়ে অসন্তোষ প্রকাশ

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ৫৭ Time View

টেক দিগ্‌গজ ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ছাড়ছেন, যেখানে তিনি গত কয়েক মাস ধরে সরকারি ব্যয় সংকোচনের একটি উচ্চাভিলাষী প্রকল্প পরিচালনা করছিলেন।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ মাস্ক লিখেছেন—

“একজন ‘Special Government Employee’ হিসেবে আমার নির্ধারিত সময় শেষ হয়েছে। আমি প্রেসিডেন্ট @realDonaldTrump-কে ধন্যবাদ জানাই অপচয় কমানোর এই সুযোগ দেওয়ার জন্য।”

মাস্ক নেতৃত্ব দিয়েছেন Department of Government Efficiency (DOGE) নামের একটি নতুন উদ্যোগকে, যা মার্কিন ফেডারেল বাজেট থেকে ১ ট্রিলিয়ন ডলার কাটছাঁটের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে DOGE ওয়েবসাইট অনুযায়ী, প্রকৃত সাশ্রয় দাঁড়ায় ১৭৫ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রতি করদাতার গড় সাশ্রয় $১,০৮৮.৯৬।

মাস্ক অবশ্য এটিকে দীর্ঘমেয়াদী মিশন হিসেবেই দেখছেন।

“@DOGE-এর মিশন সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হবে, এবং একে সরকারি জীবনের অংশ হিসেবে গড়ে তুলতে হবে।”

মাস্কের পদত্যাগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের সাম্প্রতিক ১,০০০ পাতার বাজেট বিল, যেটি ২০১৭ সালের করছাড় বাড়ানোর পাশাপাশি মেডিকেইড ও খাদ্য সহায়তার জন্য কাজের বাধ্যবাধকতা যোগ করেছে।

CBS-কে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক বলেন

“আমি হতাশ হয়েছি এই বিশাল ব্যয়বহুল বিল দেখে। এটা বাজেট ঘাটতি বাড়ায়, কমায় না—এবং DOGE টিমের কাজকে ক্ষতিগ্রস্ত করে।”

Congressional Budget Office অনুমান করছে, এই বিল ২০৩৪ সালের মধ্যে ঘাটতি বাড়াবে ৩.৯ ট্রিলিয়ন ডলার পর্যন্ত।

মাস্ক ব্যঙ্গ করে বলেন

“একটা বিল হয় বড় হতে পারে, বা সুন্দর—কিন্তু দুটো একসাথে সম্ভব কিনা সন্দেহ আছে।”

যদিও ট্রাম্প মাস্ককে সরাসরি সমালোচনা করেননি, মার্কিন গণমাধ্যম জানিয়েছে, মার্কো রুবিওসহ ট্রাম্পের মন্ত্রিসভার কয়েকজন সদস্যের সঙ্গে মাস্কের দ্বন্দ্ব একপর্যায়ে গভীর হয়।

Politico-এর একটি রিপোর্টে বলা হয়, এপ্রিলেই মাস্কের প্রস্থান নিয়ে আলোচনা শুরু হয়।

এর পাশাপাশি, DOGE-এর কঠোর বাজেট কাটছাঁট জনগণের মাঝে অসন্তোষ তৈরি করেছে, বিশেষ করে সুইং স্টেটগুলোতে। ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজের একটি জরিপে, মাস্কের জনপ্রিয়তা প্রশাসনের মধ্যে তার কাজের জন্য মাত্র ৩৫ শতাংশে নেমে আসে।

এই চাপের মধ্যেই মাস্ক জানান, তিনি রাজনৈতিক ব্যয় কমিয়ে প্রযুক্তি কোম্পানিগুলোতে পুরোপুরি মনোযোগ দেবেন।

“আবার ২৪/৭ কাজ এবং সার্ভার/ফ্যাক্টরি রুমে ঘুমানো শুরু। এখন আমার পুরো মনোযোগ X, xAI, Tesla, ও Starship-এ, কারণ গুরুত্বপূর্ণ প্রযুক্তি রোলআউট চলছে,”—X-এ পোস্ট করেন মাস্ক।

হোয়াইট হাউস জানিয়েছে, DOGE প্রকল্প চলমান থাকবে, তবে মাস্কের উপস্থিতি ছাড়াই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss