নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রতি সতর্ক বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, “আমি চাই নিউইয়র্ক সফল হোক, তবে মামদানিকে ওয়াশিংটনের প্রতি সম্মান দেখাতে হবে—তা না হলে তার সফল হওয়া কঠিন হবে।”
বুধবার (৫ নভেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন ট্রাম্প। এর আগে মামদানি তার বিজয় বক্তৃতায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। সেই বক্তব্যকে “বিপজ্জনক” বলে আখ্যায়িত করেন মার্কিন প্রেসিডেন্ট।
নিউইয়র্কের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৪ বছর বয়সী জোহরান মামদানি।
বিজয়ের পর বুধবার তিনি তার ট্রানজিশন টিম ঘোষণা করেন। এর পরপরই ট্রাম্প মন্তব্য করেন,
“সে একটু ওয়াশিংটনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। আমি চাই সে সফল হোক—বরং নিউইয়র্ক শহর সফল হোক।”
এর আগে মায়ামিতে আমেরিকান বিজনেস ফোরামে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন,
“আমরা দেখব নিউইয়র্কে একজন কমিউনিস্ট কেমন কাজ করে। আমরা সাহায্য করব, সামান্য হলেও।”
তবে তিনি মামদানিকে “কমিউনিস্ট” ও “মার্কসিস্ট” আখ্যা দিয়ে বলেন,
“কমিউনিস্ট, মার্কসিস্ট ও গ্লোবালিস্টরা তাদের সুযোগ পেয়েছিল—তারা শুধু বিপর্যয় এনেছে।”
বিজয় বক্তৃতায় মামদানি বলেন,
“ট্রাম্প, টিভির ভলিউমটা বাড়িয়ে দাও—আমরা দেখিয়ে দেব কীভাবে তোমাকে হারানো যায়।”
বুধবার নিজের অগ্রাধিকারের কথা জানাতে গিয়ে তিনি আরও বলেন,
“আমি প্রেসিডেন্ট ট্রাম্পের বিষয়ে কথাগুলো স্পষ্টভাবে বলব, যেমনটা হওয়া উচিত। তবে আমি সবসময় আলোচনার দরজাটা খোলা রাখব।”
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মামদানির বিজয় ডেমোক্র্যাটিক পার্টির ভেতরের প্রগতিশীল ও মধ্যপন্থী ধারা—দুই পক্ষের ভারসাম্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
নিউইয়র্ক শহরের এই নির্বাচন শুধু স্থানীয় নয়, বরং আগামী কংগ্রেস নির্বাচনের কৌশল নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।