অপরাধ দমনের নামে সেনা মোতায়েনের সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। শনিবার (৬ সেপ্টেম্বর) রাজধানী ওয়াশিংটন ডিসির রাস্তায় ট্রাম্পবিরোধী প্ল্যাকার্ড হাতে নেমে আসেন অভিবাসী থেকে শুরু করে ফিলিস্তিন সমর্থকরাও। দ্রুত সেনা প্রত্যাহারের দাবিও জানান তারা।
বিক্ষোভকারীদের একজন জানান,
“শহরে যা হচ্ছে তাতে আমরা বিরক্ত। আমরা অভিবাসীদের শান্তি ফিরিয়ে আনতে কাজ করছি। সেনাদের উপস্থিতি আমাদের জন্য ভয়ের, তাই আমরা চাই তারা চলে যাক।”
ওয়াশিংটনের পাশাপাশি একইদিন ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরেও আন্দোলনে যোগ দেন হাজারো মানুষ। তারা স্লোগান দেন—“কোনো ট্রাম্প নয়, কোনো সেনা নয়।”
এর আগে ইলিনয় গভর্নর জে বি প্রিৎসকার অভিযোগ করেছিলেন, মেক্সিকোর স্বাধীনতা দিবস ঘিরে আয়োজিত উৎসবগুলোতে অভিবাসীবিরোধী অভিযানের ঝুঁকি রয়েছে। ইতোমধ্যেই কিছু উৎসব বাতিলের ঘোষণাও এসেছে।
গত জুনে লস অ্যাঞ্জেলেসে অভিবাসীবিরোধী অভিযানের সময় ট্রাম্প প্রশাসন ৪ হাজার ন্যাশনাল গার্ড এবং ৭০০ সক্রিয় মেরিন মোতায়েন করেছিল। এরপর গত মাসে অপরাধ দমনের নামে ওয়াশিংটন ডিসিতেও পাঠানো হয় দুই হাজারের বেশি সেনা সদস্য।
বিশেষজ্ঞদের আশঙ্কা, রাজধানীতে এই কৌশল প্রয়োগ করে ট্রাম্প প্রশাসন ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যেও সেনা মোতায়েনের পরিকল্পনা করছে। তাই সময়মতো প্রতিরোধ গড়ে না তুললে তা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে।
Leave a Reply