বুলাওয়ে টেস্টে ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক উইয়ান মুল্ডার। টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকে ৫৭ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে দিলেন এই ডানহাতি ব্যাটার। তার ২৬৪ রানের অপরাজিত ইনিংস এখন টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
১৯৬৮ সালে নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিং অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে করেছিলেন ২৩৯ রান, যা এতদিন ছিল অনন্য রেকর্ড। কিন্তু রবিবার (৬ জুলাই) জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে সেই মাইলফলক পেছনে ফেললেন ২৫ বছর বয়সী মুল্ডার। তিন নম্বরে নেমে ব্যাট হাতে গড়েছেন দুর্দান্ত এক ইনিংস—মাত্র ৫৩ বলে ফিফটি, ১১৬ বলে শতক, ১৬৭ বলে ১৫০ এবং ২১৪ বলে ডাবল সেঞ্চুরি।
শেষ পর্যন্ত ২৫৯ বল মোকাবেলায় ৩৪টি চার ও ৩টি ছক্কায় ২৬৪ রানে অপরাজিত থাকেন মুল্ডার, যার স্ট্রাইক রেট ১০১.৯৩—অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকে এটি বিশ্বরেকর্ড।
দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে এটি অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে সর্বোচ্চ রানের ইনিংস। হার্বি টেলরের ১১২ বছরের পুরনো ১০৯ রানের রেকর্ড ছাড়িয়ে গেলেন মুল্ডার। ১৯১৩ সালে অধিনায়ক টেলর যে ইনিংসটি খেলেছিলেন, তা এতদিন ছিল ইতিহাসের অংশ—এবার নতুনভাবে লেখা হলো সেই ইতিহাস।
পরিসংখ্যানের আলোয় মুল্ডারের কীর্তি
✅ টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকে সেঞ্চুরি: ৩৪ জন
✅ অধিনায়ক হিসেবে অভিষেকে ডাবল সেঞ্চুরি: মাত্র ৩ জন
✅ অধিনায়ক হিসেবে অভিষেকে সর্বোচ্চ স্কোর: উইয়ান মুল্ডার – ২৬৪*
✅ প্রোটিয়া অধিনায়ক হিসেবে অভিষেকে সর্বোচ্চ রানের ইনিংস: মুল্ডার (পূর্বে হার্বি টেলর – ১০৯ রান, ১৯১৩)
Leave a Reply