অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে ইতিহাসের পাতায় নিজের নাম আরও একবার উজ্জ্বল করে লিখলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করে তিনি হয়ে গেলেন দ্বিতীয় বোলার—এই কীর্তি আগে ছিল কেবল পাকিস্তানের কিংবদন্তি ইমরান খানের।
অ্যাডিলেড টেস্টের চতুর্থ দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করেছে ইংল্যান্ড। ম্যাচ জিততে হলে শেষ দিনে ইংলিশদের প্রয়োজন আরও ২২৮ রান, আর অস্ট্রেলিয়ার দরকার মাত্র ৪ উইকেট। এমন উত্তেজনাকর সমীকরণের মাঝেই ব্যক্তিগত কীর্তিতে আলো ছড়ান কামিন্স।
শনিবার (২০ ডিসেম্বর) ম্যাচের চতুর্থ দিনে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন ডানহাতি এই পেসার। বেন ডাকেট, জো রুট এবং ওলি পোপকে ফিরিয়ে দিয়ে পূর্ণ করেন অধিনায়ক হিসেবে নিজের ১৫০তম টেস্ট উইকেট। ওলি পোপের উইকেটটি ছিল এই ঐতিহাসিক অর্জনের শেষ ধাপ।
অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত ৩৮টি টেস্ট খেলেছেন প্যাট কামিন্স। এই সময়ে তার শিকার ১৫১ উইকেট, বোলিং গড় ২২.৩৮। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন নয়বার এবং ম্যাচে দশ উইকেট নিয়েছেন একবার।
এই তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান। তিনি ৪৮টি টেস্টে অধিনায়ক হিসেবে নিয়েছেন ১৮৭ উইকেট, গড় ছিল ২০.২৬।
অধিনায়ক হিসেবে টেস্টে সর্বাধিক উইকেট শিকারের তালিকায় এরপরের অবস্থানগুলোতে আছেন, রিচি বেনাউড (অস্ট্রেলিয়া): ২৮ ম্যাচে ১৩৮ উইকেট, গারফিল্ড সোবার্স (ওয়েস্ট ইন্ডিজ): ৩৯ ম্যাচে ১১৭ উইকেট, ড্যানিয়েল ভেট্টরি (নিউজিল্যান্ড): ৩২ ম্যাচে ১১৬ উইকেট, কপিল দেব (ভারত): ৩৪ ম্যাচে ১১১ উইকেট। এছাড়া তালিকায় আরও আছেন ওয়াসিম আকরাম, বিষাণ সিং বেদি, শন পোলক ও জেসন হোল্ডারের মতো কিংবদন্তিরা।
উল্লেখ্য, ২০১৫ সালের পর এই প্রথম অ্যাশেজে এমন শক্ত অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। প্রথম দুই টেস্টে পার্থ ও ব্রিসবেনে ৮ উইকেটে হেরে সিরিজে চাপে আছে ইংল্যান্ড। প্যাট কামিন্সের নেতৃত্বে অস্ট্রেলিয়া যে আরও একবার অ্যাশেজ ধরে রাখার পথে দৃঢ়—তা স্পষ্ট।