টালিউডে বাংলাদেশি শিল্পীদের অভিনয় বন্ধের আহ্বান জানালেন কলকাতার তৃণমূল নেত্রী জুঁই বিশ্বাস। জয়া আহসানকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “ভারতীয় শিল্পীরা বাংলাদেশে কাজ করতে না পারলেও, বাংলাদেশি অভিনেত্রীদের টালিউডে রেড কার্পেট সংবর্ধনা দেওয়া হচ্ছে—এটা মেনে নেওয়া যায় না।”
মঙ্গলবার (১৫ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জুঁই বিশ্বাস লিখেন:
“আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কি জেগে ঘুমিয়ে আছি? আমাদের শিল্পী, কলাকুশলী, ইভেন্ট অর্গানাইজাররা বাংলাদেশে কাজ করতে পারেন না। অথচ জয়া আহসানকে অভিনয়ের সুযোগ করে দেওয়া হচ্ছে!”
তিনি আরও বলেন:
“যদি বলিউড পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করতে পারে, তাহলে টালিউডে বাংলাদেশিদের জন্য এত উদারতা কেন?”
কে এই জুঁই বিশ্বাস?
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ও সাধারণ সম্পাদক
কলকাতা পৌরসভার ৮১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর
১০ নম্বর বরোর চেয়ারম্যান
বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের ভাবি
এবং টালিউড ফেডারেশনের সভাপতির স্ত্রী
তার এই বক্তব্যকে টালিউডে শিল্পী রাজনীতির গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনকারী মন্তব্য হিসেবে দেখছেন চলচ্চিত্রবোদ্ধারা।
এ প্রতিবাদের মূল কেন্দ্রবিন্দু জয়া আহসান অভিনীত টালিউড সিনেমা ‘ডিয়ার মা’, যা ১৮ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে। সিনেমাটির মুক্তির আগেই টালিউডে বাংলাদেশি শিল্পীদের উপস্থিতি নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।
Leave a Reply