২০২৫ সালের অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হেরে হতাশায় ছিলেন বেলারুশিয়ান তারকা আরিনা সাবালেঙ্কা। তবে বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনে সেই আক্ষেপ ঘুচল। শনিবার (৬ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে অনুষ্ঠিত নারী এককের ফাইনালে যুক্তরাষ্ট্রের আমান্দা আনিসিমোভাকে ৬-৩, ৭-৬ (৭-৩) সেটে হারিয়ে জিতেছেন শিরোপা।
শীর্ষ বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করে দুর্দান্ত ফর্মে ছিলেন সাবালেঙ্কা। দ্বিতীয় সেটে টাইব্রেকারে লড়াই জমলেও শেষ পর্যন্ত শান্ত থেকে জয় নিশ্চিত করেন তিনি। এর মাধ্যমে সাবালেঙ্কা টানা দ্বিতীয়বার ইউএস ওপেন জিতলেন এবং ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম ট্রফি হাতে নিলেন।
শিরোপা জয়ের পর সাবালেঙ্কা বলেন, “ওই দুটি ফাইনালে আমি আবেগের নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। এবার শান্ত থাকতে পেরেছি, সেটাই জয়ের মূল চাবিকাঠি।”
অন্যদিকে, ফাইনালে হেরে প্রথম গ্র্যান্ড স্লাম জয়ের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো ২৪ বছর বয়সী আমেরিকান খেলোয়াড় আমান্দা আনিসিমোভার।
Leave a Reply