আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টায় আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।
সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে রশিদ খানের দলকে (০-৩) ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবার ওয়ানডে সিরিজেও দুই দলই নামছে নতুন অধিনায়কের নেতৃত্বে।
বাংলাদেশের নেতৃত্বে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, আর আফগানিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন হাসমতউল্লাহ শাহিদী।
টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত পারফর্ম করা সাইফ হাসান আজ করছেন ওয়ানডে অভিষেক। দলে ফিরেছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে, বিশ্রাম দেওয়া হয়েছে মোস্তাফিজুর রহমানকে।
ওয়ানডে ফরম্যাটে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ১৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে ১১ ম্যাচে জয়ী টাইগাররা। সর্বশেষ পাঁচ ম্যাচে তিনটিতে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।
তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও তানজিম হাসান।
Leave a Reply