1. arshinagargroup75@gmail.com : Rofiqul Islam : Rofiqul Islam
বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন

জেলেনস্কির অভিযোগ: ট্রাম্প পুতিনের দাবি মেনেছেন, রাশিয়ার হামলায় কিয়েভে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, আলাস্কায় অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চাওয়া পূরণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ১৫ আগস্ট আলাস্কায় পুতিন ও ট্রাম্পের মধ্যে শান্তি চুক্তি নিয়ে ঐতিহাসিক বৈঠক হয়। যদিও কোনো অগ্রগতি হয়নি, উভয় পক্ষ একে ‘ইতিবাচক পদক্ষেপ’ বলে উল্লেখ করেছে।

রোববার (৭ সেপ্টেম্বর) এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন,

“এটা দুঃখজনক যে ইউক্রেনকে সেই বৈঠকে রাখা হয়নি। আমি মনে করি ট্রাম্প ওই বৈঠকের মাধ্যমে পুতিনের ইচ্ছা পূরণ করেছেন। তার (পুতিন) প্রধান লক্ষ্য ছিল মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করা, আর সেটি তিনি পেয়েছেন।”

তিনি আরও অভিযোগ করেন, পুতিন “মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খেলছেন।” ইউক্রেনের প্রেসিডেন্ট মস্কোর ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান জানান এবং বলেন, রাশিয়ার কাছ থেকে কিছু ইউরোপীয় দেশ এখনো তেল–গ্যাস কিনছে, যা অন্যায়।

অন্যদিকে ট্রাম্প জানিয়েছেন, মস্কোর ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছেন তিনি। সম্প্রতি রাশিয়ার তেল কেনার কারণে ভারতের ওপর ২৫ শতাংশ বাড়তি শুল্ক বসিয়েছেন।

এর মধ্যেই শনিবার রাতে রাশিয়া প্রথমবারের মতো কিয়েভের প্রধান সরকারি ভবনে হামলা চালায়। রাতভর ছোড়া হয় ৮০০ এর বেশি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র। অন্তত ৩৭টি স্থাপনা আক্রান্ত হয় এবং চারজন নিহত হন, যাদের মধ্যে একটি শিশু রয়েছে।

এই হামলাকে “নিষ্ঠুর অপরাধ” আখ্যা দিয়ে জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তার ভাষায়,

“রাশিয়া এখন বিশ্বকে পরীক্ষা করছে।”

পাল্টা আক্রমণে ইউক্রেন রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ব্রায়ানস্ক অঞ্চলের একটি তেল পাইপলাইনে ড্রোন হামলা চালায়। এতে স্থাপনাটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। একই সময়ে মস্কো জানায়, তারা নিজেদের আকাশসীমায় অন্তত ৬৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

ক্রমবর্ধমান পাল্টাপাল্টি হামলার কারণে শান্তি আলোচনা আরও অনিশ্চিত হয়ে পড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss