1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

জুলাই সনদ বাস্তবায়নে প্রথম খসড়াই সরকারকে গ্রহণ করতে হবে: এনসিপি

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৮ Time View

জুলাই সনদ বাস্তবায়নের আইনি ভিত্তি নিশ্চিত করতে ঐকমত্য কমিশনের প্রথম খসড়া প্রস্তাব (প্রস্তাব–১) সরকারকে অবিলম্বে গ্রহণের আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে প্রথম খসড়াটি গ্রহণের মাধ্যমেই এর আইনি ভিত্তি নিশ্চিত হবে। পাশাপাশি সংবিধান সংস্কার বিলের খসড়া প্রণয়ন ও উন্মুক্ত করার উদ্যোগও সরকারকে নিতে হবে।”

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও জানান, সরকার যদি ঐকমত্য কমিশনের প্রস্তাবিত আদেশের প্রথম খসড়াটি গ্রহণ করে, তাহলে সনদ স্বাক্ষরের ক্ষেত্রেও অগ্রগতি হবে। তিনি বলেন, “এনসিপি জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া দেখেই স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবে।”

তিনি বলেন, “কমিশন দুই ধরনের সংস্কারের প্রস্তাব দিয়েছে—একটি সংবিধান-সম্পর্কিত, অন্যটি সংবিধান-বহির্ভূত। সংবিধান-বহির্ভূত সংস্কারগুলো বাস্তবায়নের জন্য সরকারকে অবিলম্বে প্রজ্ঞাপন ও অধ্যাদেশ জারি করতে হবে। প্রথম খসড়ার (প্রস্তাব–১) পথে সরকারকেই যেতে হবে।”

সংবিধান সংস্কারের প্রস্তাবের ৮(ঙ) ধারার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এখানে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ কাজ শেষ না করলে বিলটি গৃহীত বলে গণ্য হবে। এটি গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নের একটি অপরিহার্য শর্ত, যার দৃষ্টান্ত অনেক দেশেই রয়েছে।”

তবে তিনি কমিশনের প্রস্তাব–২ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার মতে, “এতে স্পষ্ট দিকনির্দেশনা না থাকায় পুরো সংস্কার প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা আছে।”

প্রস্তাব–১-এর কিছু জায়গায় সংশোধনের আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “‘আগামী নির্বাচিত সভা সংবিধান সংস্কার বিষয়ে গাঠনিক ক্ষমতা প্রয়োগ করতে পারবে’—এই বাক্যে ‘করতে পারবে’র জায়গায় ‘করবে’ শব্দটি ব্যবহার করতে হবে।”

এছাড়া তিনি বলেন, “সংবিধান সংস্কার বিলের খসড়া দ্রুত প্রণয়ন করে জনগণের কাছে উন্মুক্ত করতে হবে। এতে গণভোটের ম্যান্ডেট বাস্তবায়নের পথ সুগম হবে।”

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ অক্টোবর) ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেয়। কমিশনের প্রস্তাব অনুযায়ী, সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট আয়োজন করতে হবে এবং অন্তর্বর্তী সরকার নির্বাহী আদেশে নয়টি সুপারিশ বাস্তবায়ন করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss