1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

জুনায়েদ-রিফাতের নেতৃত্বে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশের পথে

kmsobuj.myreportjtv@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১৫০ Time View

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাতের নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক দল — ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।

জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ এবং সাবেক যুগ্ম সদস্যসচিব রিফাত বৃহস্পতিবার (১০ এপ্রিল) তাদের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দলটির নাম ও লক্ষ্য প্রকাশ করেন। ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক দুই শীর্ষ নেতা বর্তমানে দেশের রাজনীতিতে নতুন দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য নিয়ে এগিয়ে আসছেন।

আলী আহসান জুনায়েদ তার পোস্টে জানান,

জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংকল্প নিয়ে গঠিত এই রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম রাখা হয়েছে ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’। এটি জনগণের দাবিকে সামনে রেখে দীর্ঘমেয়াদে একটি সুবিচারভিত্তিক, মূল্যবোধসমৃদ্ধ এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করবে।

দলটির তাৎক্ষণিক অগ্রাধিকারের মধ্যে রয়েছে:

🔸পিলখানা, শাপলা চত্বর ও জুলাইয়ের ঘটনার বিচার নিশ্চিত করা

🔸ফ্যাসিবাদী রাজনীতি ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে জনমত গড়ে তোলা

🔸আহত যোদ্ধা ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানো

দলটির দীর্ঘমেয়াদি লক্ষ্য:

🔹বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা

🔹নৈতিক ও যোগ্য নেতৃত্বের প্রতিষ্ঠা

🔹ধর্মীয় মূল্যবোধ ও মানবিক মর্যাদার ভিত্তিতে সমাজ গঠন

🔹দুর্নীতিমুক্ত, ধর্মবিদ্বেষহীন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা

এই উদ্যোগের মাধ্যমে রাজনীতিতে পেশিশক্তি ও দুর্নীতিনির্ভর অর্থনীতির দুষ্টচক্র ভেঙে নতুন রাজনৈতিক বিকল্প তৈরির প্রত্যয় ব্যক্ত করেছেন নেতারা।

তারা জাতিকে আহ্বান জানিয়েছেন— “আসুন, আমরা একসাথে একটি নতুন বাংলাদেশ নির্মাণে হাত রাখি, যেখানে থাকবে না ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ বা দুর্নীতি।”

আগামী এপ্রিলের মধ্যেই দলটির পূর্ণাঙ্গ কাঠামো ও কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss