1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটে যোগ দিল এলডিপি ও এনসিপি

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫৫ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় রাজনৈতিক জোটে যুক্ত হয়েছে আরও দুটি দল। নতুন করে জোটে যোগ দেওয়া দল দুটি হলো কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, আট দলীয় জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এলডিপি ও এনসিপির জোটভুক্ত হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। তবে বর্তমান বাস্তবতায় আরও কয়েকটি দল আগ্রহ প্রকাশ করলেও নতুন করে কাউকে জোটে নেওয়া সম্ভব হচ্ছে না।

ডা. শফিকুর রহমান আরও জানান, সংবাদ সম্মেলনে নয়টি দলের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও এনসিপি আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটে যুক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

তিনি বলেন, আসন সমঝোতার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে আলোচনা চলমান রয়েছে।

উল্লেখ্য, এর আগে জামায়াতের নেতৃত্বাধীন এই জোটে যে আটটি দল ছিল, সেগুলো হলো—
বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss