1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

জামায়াতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সামান্তা শারমিন

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৫০ Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনা ঘিরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভেতরে-বাইরে আলোচনা তীব্র হচ্ছে। এমন প্রেক্ষাপটে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জামায়াতকে নিয়ে কড়া ও স্পষ্ট অবস্থান তুলে ধরেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সামান্তা শারমিন বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য কোনো রাজনৈতিক মিত্র নয়। তাদের রাজনৈতিক অবস্থান বা দর্শনের সঙ্গে কোনো সহযোগিতা বা সমঝোতায় গেলে এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হতে পারে।”

তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে জামায়াতের দায়িত্বশীল নেতারা রাজনৈতিক জোট প্রসঙ্গে বলেছেন—‘জুলাইয়ের স্পিরিট’ ও বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনায় একমত হলে যেকোনো দল তাদের সঙ্গে জোট করতে পারে। তবে এনসিপির মূলনীতি, রাষ্ট্রকল্প ও রাজনৈতিক দর্শন জামায়াতের অবস্থান থেকে সম্পূর্ণ ভিন্ন বলে মন্তব্য করেন তিনি।

সামান্তা শারমিন বলেন, বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা ‘সেকেন্ড রিপাবলিক’—এই তিনটি বিষয়কে কেন্দ্র করেই এনসিপির জন্ম। ফলে এসব বিষয়ে অভিন্ন অবস্থান ছাড়া কোনো রাজনৈতিক মিত্রতা সম্ভব নয়।

তিনি আরও বলেন, তার বর্তমান অবস্থান এনসিপির গত দেড় বছরের ঘোষিত রাজনৈতিক অবস্থানের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। অতীতে নিম্নকক্ষে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) দাবিতে জামায়াত সংস্কার প্রক্রিয়াকে ব্যাহত করেছে বলেও অভিযোগ করেন তিনি। এ কারণেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগেই বলেছিলেন—“যারা সংস্কারের পক্ষে নয়, তাদের সঙ্গে জোটও সম্ভব নয়।”

এই অবস্থানের ধারাবাহিকতায় জুলাই পদযাত্রার পর এনসিপি ৩০০ আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেয় এবং স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে দেশজুড়ে প্রার্থী আহ্বান করে।

সামান্তা শারমিন আরও স্পষ্ট করেন, জামায়াতের সঙ্গে জোটের সমালোচনা মানেই বিএনপির পক্ষে অবস্থান নেওয়া নয়। বরং এনসিপির যে স্বতন্ত্র ও নীতিনির্ভর রাজনৈতিক অবস্থান এতদিন ধরে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে, সেটিকেই তিনি সঠিক মনে করেন এবং নিজেকে সেই আদর্শের একজন সৈনিক হিসেবে দেখেন।

তিনি বলেন, বিএনপি বা জামায়াত—যেকোনো একটির সঙ্গে জোট গঠনের অর্থ হবে এনসিপির সাংগঠনিক ও রাজনৈতিক নীতির পথ থেকে সরে যাওয়া।

পোস্টে তিনি আরও স্মরণ করিয়ে দেন, গত অক্টোবরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পিআর দাবিতে জামায়াতের আন্দোলনকে “সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা” বলে যে মন্তব্য করেছিলেন, সেটিও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss