জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে হল প্রশাসন। রোববার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
আটক শিক্ষার্থীর নাম ফজলে আজওয়াদ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারটিয়া গ্রামে। অভিযুক্ত শিক্ষার্থী জাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে মীর মশাররফ হোসেন হল সংসদে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচন করেছিলেন।
হল সূত্রে জানা যায়, ফজলে আজওয়াদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের বৈধ আবাসিক শিক্ষার্থী নন। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ওই হলে অবস্থান করছিলেন।
এদিকে গোপন সূত্রে পাওয়া তথ্যমতে, উদ্ধারকৃত বিদেশি মদগুলো তারটিয়া এলাকার পার্শ্ববর্তী বাংলাদেশ–ভারত সীমান্ত থেকে অবৈধভাবে সংগ্রহ করা হয়। এসব মদ সংগ্রহে সালমান নামের এক ডিলারের সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে।
এ বিষয়ে কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, “গোপন সূত্রে আমরা জানতে পারি হলের ৭২৩ নম্বর কক্ষে মাদকদ্রব্য রয়েছে। এরপর হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।”
তিনি আরও জানান, “বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী বিষয়টি তদন্ত করা হবে এবং তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Leave a Reply
You must be logged in to post a comment.