বাংলাদেশি দক্ষ জনশক্তির জন্য বিশাল কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে জাপান। আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে ১ লাখ ২০ হাজার প্রশিক্ষিত কর্মী নিয়োগ দেবে দেশটি। এ লক্ষ্যে সম্প্রতি দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে — একটি কর্মী নিয়োগ সংক্রান্ত এবং অন্যটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন সংক্রান্ত।
বৃহস্পতিবার (২৯ মে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, মানবসম্পদ বিষয়ক একটি বাংলাদেশ সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোপারেটিভসের চেয়ারম্যান মিকিও কেসাগায়ামা জানিয়েছেন —
“আমাদের সদস্য গ্রুপ আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে ১ লাখ ২০ হাজার দক্ষ কর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে।”
তিনি আরও জানান, জাপানের বিভিন্ন কোম্পানির কাছ থেকে দশ হাজারের বেশি দক্ষ কর্মী চাহিদা পাওয়া গেছে, যাদের নিয়োগের প্রক্রিয়া শুরু হবে শিগগিরই।
এ ছাড়া বাংলাদেশের কর্মীদের আন্তর্জাতিক মানে দক্ষ করে তুলতে জাপান ঢাকায় একটি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে বলেও জানানো হয়েছে। এতে করে আগ্রহী চাকরিপ্রার্থীরা দেশের মাটিতেই জাপানি ভাষা, কাজের পরিবেশ, শিল্প প্রশিক্ষণ ও জীবনধারা বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন।
এদিকে জাপানের টোকিওতে আয়োজিত নিক্কেই সম্মেলনে অংশগ্রহণ করে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হওয়ার আহ্বান জানান।
তিনি বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে জাপানে পৌঁছান। টোকিও বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী। এর আগে মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সময় রাত সোয়া ২টায় তিনি ঢাকা ত্যাগ করেন।
Leave a Reply