আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতিসংঘের কাছে সহযোগিতা স্থগিতের আহ্বান জানিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। তবে এই চিঠির কোনো বাস্তব প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,
“জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না। এ বিষয়ে ঢাকা কোনো উদ্বেগে নেই।”
এর আগে গত শনিবার (২ নভেম্বর) জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)–এর প্রতিনিধি স্টেফান লিলার বরাবর চিঠি পাঠান সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
চিঠিতে আওয়ামী লীগ জানায়, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা জাতিসংঘ ও ইউএনডিপির প্রতি নির্বাচনি সহযোগিতা স্থগিত রাখার আহ্বান জানাচ্ছে। পাশাপাশি সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতা প্রতিষ্ঠা এবং নির্বাচনি সম্পৃক্ততার মূলভিত্তি হিসেবে মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার অনুরোধ জানানো হয়।
তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেন,
“জাতিসংঘ স্বাধীনভাবে তাদের কর্মসূচি পরিচালনা করে। কোনো রাজনৈতিক দলের এমন চিঠি তাদের সিদ্ধান্তে প্রভাব ফেলবে না।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই চিঠি মূলত আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান জানাতে প্রতীকী পদক্ষেপ হলেও, জাতিসংঘের নীতিগত অবস্থান বা নির্বাচনি তত্ত্বাবধানে এর কোনো বাস্তব প্রভাব পড়ার সম্ভাবনা নেই।