বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “যারা জাতির কাছে ক্ষমা চাইতে বলেন, তাদের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব রয়েছে।” শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর রমনায় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর আলোচনাসভায় তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিছু আওয়ামী ফ্যাসিস্ট ‘জুলাই যোদ্ধা’ নাম ধারণ করে সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি প্রকৃত সম্মান জানানোর একমাত্র পথ হলো তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা।”
তিনি জুলাই সনদকে বাংলাদেশের ভবিষ্যতের পথনির্দেশক হিসেবে উল্লেখ করে বলেন, “সব রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
এ সময় সালাহউদ্দিন অভিযোগ করেন, বর্তমান সরকারের সুবিধাভোগী কিছু দল চায় না বিএনপি ক্ষমতায় আসুক।
প্রসঙ্গত, বিএনপি নেতা সালাহউদ্দিনের বক্তব্যের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম তাকে জাতির কাছে ক্ষমা চাইতে বলেন। এর জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, “যারা গণ-অভ্যুত্থানের শক্তি হিসেবে পরিচয় দেন, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা নেই, তাদের আগে রাজনৈতিক শিক্ষা নিতে হবে।”
তিনি আরও দাবি করেন, তার বক্তব্যকে “অপব্যবহার” করা হয়েছে। বলেন, “জুলাই যোদ্ধারা কেন নিজেদের কাঁধে ওই ঘটনার দায় নিচ্ছে? বিশৃঙ্খলার সঙ্গে প্রকৃত জুলাই যোদ্ধারা যুক্ত থাকতে পারে না।”
এর আগে নাহিদ ইসলাম দুপুরে বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “জুলাই যোদ্ধাদের আওয়ামী লীগের দোসর বলায় সালাহউদ্দিন আহমদকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে।