জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। ঘটনার নিন্দা জানিয়ে রোববার (১৩ জুলাই) সকাল থেকে বিক্ষোভে ফেটে পড়েন ওই বিভাগের শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) ভবন ঘেরাও করে স্লোগান দিতে থাকেন।
সকাল সাড়ে ১০টায় শহীদ সাজিদ একাডেমিক ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পুরো ক্যাম্পাস ঘুরে মিছিলটি ভিসি ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যেই হাত শিক্ষক মারে, সেই হাত ভেঙে দাও”, “ছাত্রদলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও”, “সন্ত্রাসীদের আস্তানা, গুঁড়িয়ে দাও”—এমন নানা স্লোগান দেওয়া হয়।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় একটি নিরাপদ শিক্ষাঙ্গন হওয়া উচিত, যেখানে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা থাকবে। কিন্তু শিক্ষক ও ছাত্রকল্যাণ উপদেষ্টার ওপর হামলার ঘটনা গভীর উদ্বেগজনক। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষক সমিতির নিরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদের বিরুদ্ধে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ তুলে পরিকল্পিতভাবে ছাত্রদল হামলা চালায়। ওই হামলা থেকে রেসাদকে রক্ষা করতে গিয়ে বিভাগের শিক্ষক ড. এ কে এম রিফাত হাসান ও সহকারী প্রক্টর শফিকুল ইসলামও মারধরের শিকার হন।
এছাড়াও হামলার শিকার হন বিশ্ববিদ্যালয় শাখা গণতান্ত্রিক ছাত্র সংসদের সভাপতি মো. ফয়সাল মুরাদ, মুখ্য সংগঠক ফেরদৌস হাসান এবং যুগ্ম-আহ্বায়ক ফারুক।
আহতদের পক্ষ থেকে এ ঘটনায় দায়ীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি, যা নিয়ে অসন্তোষ রয়েছে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকমহলে।
Leave a Reply