1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

জন্মদিনে ভক্তদের চমক দিলেন সালমান খান, মুক্তি পেল ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’-এর টিজার

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩ Time View

বলিউডের মেগাস্টার সালমান খান তাঁর জন্মদিনে ভক্তদের জন্য বিশেষ উপহার হিসেবে প্রকাশ করলেন নতুন সিনেমা ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’–এর টিজার। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে সালমান খান ফিল্মসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ১ মিনিট ১২ সেকেন্ডের এই টিজার, যা মুহূর্তেই নেটদুনিয়ায় আলোড়ন তোলে।

টিজারে একেবারেই ভিন্ন ও দৃঢ় এক রূপে দেখা গেছে সালমান খানকে। ভারতীয় সেনাবাহিনীর একজন সাহসী কর্মকর্তা হিসেবে তিনি যেন একাই শত শত শত্রুর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন। রুক্ষ আবহ, তীব্র আবেগ আর দেশপ্রেমে ভরপুর দৃশ্যের মাধ্যমে টিজারটি সিনেমাটির শক্তিশালী গল্পের ইঙ্গিত দিয়েছে।

টিজারটি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে সালমান খান হ্যাশট্যাগে সিনেমার নাম লিখে ক্যাপশনে লেখেন, ‘টিজার আউট নাউ’।

‘দ্য ব্যাটল অফ গালওয়ান’ সিনেমাটি ২০২০ সালে ভারত-চীন সীমান্তে সংঘটিত ঐতিহাসিক গালওয়ান সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত। বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হওয়ায় এই সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে পুরোপুরি সিরিয়াস ছিলেন সালমান খান।

অ্যাকশনধর্মী এই সিনেমার শুটিং চলাকালে ভারতের লাদাখ অঞ্চলে কাজ করতে গিয়ে আহতও হয়েছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শে কিছুদিন বিশ্রাম নেওয়ার পর আবারও সম্পূর্ণ সুস্থ হয়ে শুটিংয়ে ফিরে আসেন সালমান।

সালমান খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’ প্রত্যাশিত সাফল্য পায়নি। ফলে নতুন এই সিনেমার মাধ্যমে বলিউডে আবারও শক্তিশালী প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়েছেন এই সুপারস্টার।

টিজার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা গেছে, আর অনেকেই মনে করছেন— ‘দ্য ব্যাটল অফ গালওয়ান’ সালমান খানের ক্যারিয়ারে নতুন এক মাইলফলক হতে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss