লাখো মানুষের অশ্রু, শোক আর নীরব কান্নার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজা। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিক, বিশিষ্ট নাগরিকসহ সর্বস্তরের মানুষ। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষের ঢল নামে জানাজাস্থল ও আশপাশের এলাকায়।
মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে জনস্রোত খামারবাড়ি, ফার্মগেট ও আসাদগেট পর্যন্ত বিস্তৃত হয়। শোকাহত মানুষের চোখে ছিল অশ্রু, মুখে ছিল প্রিয় নেত্রীর জন্য দোয়া।
জানাজা শুরুর আগে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও স্মৃতিচারণ করে বক্তব্য দেন বিএনপির শীর্ষ নেতারা ও পরিবারের সদস্যরা।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জানাজার আনুষ্ঠানিকতা শেষ হলেও শোকের আবহ কাটেনি। জানাজা শেষে মরদেহবাহী গাড়ি দাফনের উদ্দেশে রওনা হলে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষকে দুই হাত তুলে মোনাজাত করতে দেখা যায়।
এই জানাজার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির একটি দীর্ঘ, বর্ণিল ও ঐতিহাসিক অধ্যায়ের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটলো।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি সংকটাপন্ন সময় পার করছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
Leave a Reply
You must be logged in to post a comment.