জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে ছয়টি কেন্দ্রের ভোটের ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে এসব কেন্দ্রের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)—এই তিনটি গুরুত্বপূর্ণ পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটে দ্বিতীয় দফায় ভোট গণনা শুরু হয়। এর আগে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে প্রথম দফায় গণনা শুরু হলেও ওএমআর মেশিনের কারিগরি ত্রুটির কারণে রাত ৮টা ৫০ মিনিটে গণনা সাময়িকভাবে স্থগিত করা হয়।
পরবর্তীতে প্রার্থী ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে পুনরায় ওএমআর মেশিনের মাধ্যমেই ভোট গণনার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
নির্বাচনে মোট ভোটার উপস্থিতির হার ছিল ৬৬ দশমিক ১৮ শতাংশ।
Leave a Reply
You must be logged in to post a comment.