জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের প্রাথমিক ফলাফলে ভিপি পদে এগিয়ে রয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম। এখন পর্যন্ত ঘোষিত ২৩টি কেন্দ্রের ফলাফলে তিনি ছাত্রদল সমর্থিত প্রার্থী একে এম রাকিবের চেয়ে ১২৮ ভোটে এগিয়ে আছেন।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জকসুর মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৩টির ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে নির্বাচন কমিশন। কমিশনার অধ্যাপক ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ যৌথভাবে এই ফলাফল প্রকাশ করেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ২ হাজার ৮১৯ ভোট। অপরদিকে ছাত্রদল সমর্থিত একে এম রাকিবের প্রাপ্ত ভোট ২ হাজার ৬৯১।
তবে জিএস ও এজিএস পদে মোট ভোটের হিসাবে এগিয়ে রয়েছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল। জিএস পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ২ হাজার ৯৮২ ভোট, যেখানে ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ২৩৯ ভোট।
এজিএস পদে শিবির সমর্থিত মাসুদ রানা পেয়েছেন ২ হাজার ৬৫৯ ভোট এবং ছাত্রদল সমর্থিত বি এম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ২ হাজার ৩৬০ ভোট।
ফল ঘোষণার শুরু থেকেই ভোটের ব্যবধান খুবই কম থাকায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যায়। প্রথম ২২টি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে ছিলেন ছাত্রদল সমর্থিত প্রার্থী একে এম রাকিব।
প্রায় ৩৮ বছর পর অনুষ্ঠিত এই জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টায়। মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হওয়ার কথা থাকলেও লাইনে থাকা শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করতে সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চালু রাখা হয়।
ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনা হয়। সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনা শুরু হলেও কারিগরি সমস্যার কারণে প্রায় সাড়ে তিন ঘণ্টা গণনা কার্যক্রম স্থগিত থাকে। পরে পুনরায় ভোট গণনা শুরু করা হয়।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, হল সংসদ নির্বাচনে প্রায় ৭৫ শতাংশ এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচনে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.