1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

জকসু নির্বাচনে কোন পদে কে বিজয়ী

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৬ Time View

দীর্ঘ ৩৮ বছর পর অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস)সহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদে নিরঙ্কুশ জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।

বুধবার (৭ জানুয়ারি) রাতে জকসুর ৩৯টি কেন্দ্রের ফলাফল একত্রিত করে নির্বাচন কমিশন চূড়ান্ত ফল ঘোষণা করে। এতে দেখা যায়, প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেল  ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’কে বড় ব্যবধানে পরাজিত করেছে শিবির সমর্থিত প্যানেল।

ভোট হওয়া ২১টি পদের মধ্যে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল জয় পেয়েছে ১৫টি পদে। সম্পাদকীয় তিনটি পদে জয় পেয়েছে ছাত্রদল–ছাত্র অধিকার সমর্থিত প্যানেল। সাতটি নির্বাহী সদস্য পদের মধ্যে শিবির সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন চারটিতে, ছাত্রদল–ছাত্র অধিকার পেয়েছে দুটিতে এবং একটি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

শীর্ষ তিন পদে বিজয়ীরা

সহ-সভাপতি (ভিপি):
মো. রিয়াজুল ইসলাম (শিবির) — ৫,৫৬৪ ভোট
নিকটতম প্রতিদ্বন্দ্বী একেএম রাকিব (ছাত্রদল) — ৪,৬৮৮ ভোট
ব্যবধান: ৮৭৬ ভোট

সাধারণ সম্পাদক (জিএস):
আব্দুল আলিম আরিফ (শিবির) — ৫,৪৭০ ভোট
খাদিজাতুল কুবরা (ছাত্রদল) — ২,২০৩ ভোট
ব্যবধান: ৩,২৬৭ ভোট

সহ-সাধারণ সম্পাদক (এজিএস):
মাসুদ রানা (শিবির) — ৫,০০২ ভোট
বি এম আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) — ৩,৯৪৪ ভোট
ব্যবধান: ১,০৫৮ ভোট

অন্যান্য সম্পাদকীয় পদে বিজয়ীরা

  • মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক: মো. নূর নবী — ৫,৪০০ (শিবির)
  • শিক্ষা ও গবেষণা সম্পাদক: ইব্রাহীম খলিল — ৫,৫২৪ (শিবির)
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মোছা. সুখীমন খাতুন — ৪,৪৮৬ (শিবির)
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: নুর মোহাম্মদ — ৪,৪৭০ (শিবির)
  • আইন ও মানবাধিকার সম্পাদক: হাবিব মোহাম্মদ ফারুক আজম — ৪,৬৫৪ (শিবির)
  • আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক: নওশিন নাওয়ার জয়া — ৪,৫০১ (শিবির)
  • সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মো. তাকরিম আহমেদ — ৫,৩৮৫ (ছাত্রদল)
  • ক্রীড়া সম্পাদক: মো. জর্জিস আনোয়ার নাঈম — ৩,৯৬৩ (শিবির)
  • পরিবহন সম্পাদক: মো. মাহিদ হোসেন — ৪,০২৩ (ছাত্রদল)
  • সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক: মোস্তাফিজুর রহমান — ৩,৪৮৬ (শিবির)
  • পাঠাগার ও সেমিনার সম্পাদক: মো. রিয়াসাল রাকিব — ৪,৬৫৮ (ছাত্রদল)

নির্বাহী সদস্য পদে বিজয়ীরা

  • ফাতেমা আক্তার — ৩,৮৫১ (শিবির)
  • মো. আকিব হাসান — ৩,৫৮৮ (শিবির)
  • শান্তা আক্তার — ৩,৫৫৪ (শিবির)
  • মো. সাদমান আমিন (সাদমান সাম্য) — ৩,৩০৭ (ছাত্রদল)
  • মো. জাহিদ হাসান — ৩,১২৪ (স্বতন্ত্র)
  • মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক — ২,৯১৭ (শিবির)
  • ইমরান হাসান ইমন — ২,৬৩৬ (ছাত্রদল)

গত মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন। ভোট গণনার শুরুতে প্রতিদ্বন্দ্বিতা হাড্ডাহাড্ডি মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে শিবির সমর্থিত প্যানেল স্পষ্ট আধিপত্য বিস্তার করে এবং বড় ব্যবধানে জয় নিশ্চিত করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss