ঢালিউড সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের ছেলে আব্রাম খান জয় জন্ম নেয় ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর। দেখতে দেখতে ছোট্ট জয় ৯ বছর পূর্ণ করে এবার ১০-এ পা দিলো। বিশেষ দিনে ছেলেকে শুভেচ্ছা জানাতে ফেসবুকে বাবা–মা দুজনেই পোস্ট দিয়েছেন। তবে অপুর আগে রাত পেরোতেই আবেগঘন বার্তা দেন শাকিব।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২টার পরই শাকিব একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায় বিদেশের মাটিতে শিশুপার্কে জয়ের সঙ্গে খেলায় মেতেছেন তিনি। ক্যাপশনে লেখেন—
“শুভ জন্মদিন আমার ছোট রাজপুত্র। তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হিসেবে। মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা—তোমার জীবনে সুখ, শান্তি আর সফলতার সব দরজা যেন সর্বদা উন্মুক্ত থাকে। মনে রাখবে, আমি সবসময় তোমার পাশে আছি যখনই আমাকে তোমার প্রয়োজন হবে। অনেক ভালোবাসা আমার ছেলে!”
শাকিবের শুভেচ্ছার প্রায় এক ঘণ্টা পর মধ্যরাতে জয়কে শুভেচ্ছা জানান অপু বিশ্বাস। তিনি দুটি ছবি পোস্ট করেন—একটিতে মা–ছেলে সোফায় বসে আছেন, অন্যটিতে জন্মদিনের কেক। ক্যাপশনে লেখেন—
“শুভ জন্মদিন, আমার প্রিয়। তোমার হাসি, তোমার সরলতা—সবকিছুই আমার কাছে অমূল্য। তোমার স্বপ্নগুলো সত্যি হোক। মা তোমাকে অনেক ভালোবাসি, এখন এবং চিরকাল।”
Leave a Reply