ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শেষে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্ব ছাড়তে চেয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। বিসিবিতে পদত্যাগপত্র জমা দেওয়া হলেও সেটি গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। ফলে ঘরোয়া ক্রিকেটে অন্যতম সফল এ কোচের সঙ্গে চুক্তি বহালই থাকছে। ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপেও দলের সঙ্গে থাকছেন তিনি। উল্লেখ্য, সালাউদ্দিনের সঙ্গে বিসিবির চুক্তি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বহাল রয়েছে।
অন্যদিকে আয়ারল্যান্ড সিরিজে সাময়িকভাবে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়া মোহাম্মদ আশরাফুলকে নিয়ে সন্তুষ্ট বিসিবি। এক সিরিজের চুক্তি থাকলেও সেটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। টি–টোয়েন্টি বিশ্বকাপেও দলের সঙ্গে থাকবেন তিনি। বিসিবির পরিকল্পনা, সাবেক এ তারকার সঙ্গে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি করা। আয়ারল্যান্ড সিরিজ চলাকালে চট্টগ্রামে তার সঙ্গে আলোচনায় দুই পক্ষই ইতিবাচক মনোভাব দেখিয়েছে। বিপিএলের পর এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।
এছাড়া, টি–টোয়েন্টি বিশ্বকাপে নিয়মিত কোচিং স্টাফদের সবাইকেই বহাল রাখা হচ্ছে। আয়ারল্যান্ড সিরিজের পর ক্রিকেটাররা স্বল্প বিরতিতে থাকলেও বেশিদিন বিশ্রামের সুযোগ নেই। আগামী ৬ ডিসেম্বর থেকে মিরপুরে টি–টোয়েন্টি দলের জন্য শুরু হচ্ছে এক সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প। সেখানে কোচিং স্টাফদের সকল সদস্য উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
Leave a Reply
You must be logged in to post a comment.