1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

চীনে ১১ তলা থেকে পড়ে প্রাণ গেল গ্যাবোনিজ তারকা ফুটবলারের

kmsobuj.myreportjtv@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১২১ Time View

মাত্র ২৮ বছর বয়সে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন গ্যাবোন জাতীয় দলের ফরোয়ার্ড অ্যারন বুপেন্দজা। চীনের একটি ভবনের ১১ তলা থেকে পড়ে তার মৃত্যু হয়। দুর্ঘটনা না আত্মহত্যা—এই রহস্য উদঘাটনে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে চীনা কর্তৃপক্ষ।

অ্যারন বুপেন্দজা চলতি মৌসুমে চীনের ক্লাব জেনজিয়াং এফসির হয়ে খেলছিলেন। দুর্দান্ত ফর্মে ছিলেন এই গ্যাবোনিজ স্ট্রাইকার, মাত্র ৬ ম্যাচেই করেছিলেন ৪ গোল। তার হঠাৎ মৃত্যু ক্রীড়াজগতে নেমে এসেছে শোকের ছায়া।

গ্যাবোন ফুটবল ফেডারেশন (ফেগাফুট) এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, “বুপেন্দজা কেবল একজন অসাধারণ খেলোয়াড়ই ছিলেন না, তিনি গ্যাবোনের ফুটবলের একটি উজ্জ্বল মুখ হয়ে থাকবেন। ক্যামেরুনে অনুষ্ঠিত ২০২২ সালের আফ্রিকান কাপ অব নেশনসে তিনি যে ছাপ রেখে গেছেন, তা আমরা কখনও ভুলব না।”

বুপেন্দজার ফুটবল ক্যারিয়ার ছিল বৈচিত্র্যময়। ফ্রান্স, তুরস্ক, কাতার, সৌদি আরব এবং সর্বশেষ চীনে খেলার অভিজ্ঞতা ছিল তার। ক্লাব পর্যায়ে তিনি ২১৮টি ম্যাচে ৯৬টি গোল করেন। গত বছর যুক্তরাষ্ট্রে মেজর সকার লিগে এফসি সিনসিনাটির হয়ে মেসির ইন্টার মায়ামির বিপক্ষে খেলেছিলেন তিনি।

রোমানিয়ার বেশ কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, এই মৃত্যু দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত আত্মহত্যা—সে বিষয়ে চীনে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। এখনো নিশ্চিত করে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

গ্লোবাল ফুটবল কমিউনিটিতে বুপেন্দজার এই অকালপ্রয়াণ শোকাবহ এবং অপ্রত্যাশিত। গ্যাবোনিজ ফুটবলপ্রেমীরা হারালেন এক উদীয়মান তারকা, যার স্বপ্নের উড়ান থেমে গেল খুবই হঠাৎ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss