মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী ১ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা চীনা পণ্যের ওপর ১৫৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। তিনি বলেন, চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান ঠিকই, কিন্তু বেইজিংয়ের আচরণ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের প্রতি ‘রূঢ়’। ট্রাম্পের দাবি, আগের প্রশাসনগুলোর দুর্বলতার কারণে চীনসহ অন্যান্য দেশ মার্কিন অর্থনীতির সুযোগ নিয়েছে।
বর্তমানে চীনা পণ্যের ওপর ৫৫ শতাংশ শুল্ক কার্যকর রয়েছে। ট্রাম্প সতর্ক করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কোনো বাণিজ্য চুক্তি না হলে এই হার বাড়িয়ে ১৫৫ শতাংশ করা হবে। তিনি আরও ইঙ্গিত দেন, ইউক্রেন যুদ্ধকে পরোক্ষভাবে সহায়তা করা দেশগুলোর ওপরও যুক্তরাষ্ট্র কঠোর বাণিজ্য নীতি গ্রহণ করবে।