বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় তিনি বিমানে ভ্রমণের উপযুক্ত কি না— তা চিকিৎসকরাই নির্ধারণ করবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসকদের সম্মতি মিললে আগামী রোববারই তাকে লন্ডনে নেওয়া হবে বলে জানান তিনি।
শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল বলেন,
খালেদা জিয়ার আরও উন্নত চিকিৎসা জরুরি। কারাগারে থাকার সময় পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে খালেদা জিয়া নিজের জীবন উৎসর্গ করে চলেছেন।”
এর আগে কারিগরি ত্রুটির কারণে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় পৌঁছাতে পারেনি। এ বিষয়ে মির্জা ফখরুল জানান, সব ঠিক থাকলে শনিবার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাবে। এরপর চিকিৎসকদের মূল্যায়নের ওপর ভিত্তি করে ফ্লাইটের সিদ্ধান্ত নেওয়া হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.