রাজধানীর চানখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আজ রোববার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চারজন সাক্ষ্য দেবেন। সকালে মামলায় গ্রেফতার হওয়া পুলিশ কনস্টেবল সুজনসহ চারজন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এখন পর্যন্ত এ মামলায় ৮ জন সাক্ষ্য দিয়েছেন।
মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ চারজন আসামি পলাতক রয়েছেন। তাদের পক্ষে আদালত নিযুক্ত আইনজীবী দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের হত্যাকাণ্ডের মামলায়ও আজ সাক্ষ্যগ্রহণ চলছে ট্রাইব্যুনাল-২ এ। এনটিভির সিনিয়র করেসপন্ডেন্টকে জেরাসহ কয়েকজন সাক্ষ্য দিতে পারেন। এর আগে ২৮ আগস্ট আবু সাঈদের বাবা মকবুল হোসেন আদালতে প্রথম সাক্ষ্য দেন। তিনি ছেলে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে জীবিত থাকা অবস্থায় বিচার শেষ হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। এ মামলার গ্রেফতার ৬ আসামিকেও আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
Leave a Reply