চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের সময়সীমা বুধবার বিকেল ৫টা পর্যন্ত এবং জমাদানের শেষ সময় আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এর আগে বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা বৃদ্ধির আবেদন করে। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন,
“বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় আমাদের অনেক শিক্ষার্থী আহত। অনেকে পরীক্ষার কারণে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেনি। এজন্য আমরা দুদিন সময় বৃদ্ধির আবেদন করেছিলাম। পরবর্তীতে নির্বাচন কমিশন আলোচনা করে একদিন সময় বাড়িয়েছে।”
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, মঙ্গলবারও শিক্ষার্থীদের পক্ষ থেকে সময় বৃদ্ধির চারটি আবেদন কমিশনের কাছে আসে। তিনি বলেন,
“এটা সত্যি যে অনেক শিক্ষার্থী এখনও আহত এবং বিভিন্ন কারণে সমস্যায় আছে। সবকিছু বিবেচনা করেই শিক্ষার্থীদের স্বার্থে মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।”
এবারের চাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ১০৮৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৪৮৮ জন এবং হল সংসদের জন্য ৬০০ জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন।
Leave a Reply