জাতীয় ঐকমত্য কমিশন চলতি সপ্তাহে রাজনৈতিক সংলাপে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। রবিবার (১৩ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের ১২তম দিনের আলোচনা শুরুতে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন,
“এই সপ্তাহে আমরা তিন দিন আলোচনা করব। এর মধ্যেই কমিশন চায় একটি বড় ধরনের অগ্রগতি ঘটাতে। দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরির পথে এগোতে চাই। আগামী ৩০ জুলাইয়ের মধ্যেই যৌক্তিক জায়গায় পৌঁছাতে চাই। বড়জোর সেটা ৩১ জুলাই হতে পারে।”
ড. রীয়াজ আরও জানান, আজকের আলোচনার জন্য তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করা হয়েছে:
প্রধান বিচারপতি নিয়োগের প্রক্রিয়া
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রয়োজনীয়তা ও কাঠামো
জরুরি অবস্থা জারির নীতিমালা ও প্রক্রিয়া
সংলাপের এই ধাপে রাজনৈতিক দলগুলোর পরামর্শ ও মতামতের ভিত্তিতে জাতীয় ঐকমত্য সনদের খসড়া প্রস্তুত করার কাজ এগিয়ে নিতে চায় কমিশন।
Leave a Reply