চলতি বছরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর প্রায় ৩ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান।
তিনি জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনাগুলো কোনোভাবেই গণগ্রেফতার নয়। বরং পলাতক নেতাদের অর্থায়নে সংগঠনের কিছু সদস্য রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যেহেতু দলটির সব রাজনৈতিক কার্যক্রম সরকারি ভাবে নিষিদ্ধ, তাই তাদের মিছিল-মিটিংয়ের সুযোগও নেই বলে মন্তব্য করেন তিনি।
ডিসি তালেবুর রহমান আরও বলেন, শুক্রবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঝটিকা মিছিলের চেষ্টা করার সময় ৪৬ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া শেরে বাংলা নগর থানা এলাকা থেকে আরও ১৮ জনকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ঢাকার বিভিন্ন সড়কে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আনাগোনা ও হঠাৎ মিছিলের প্রবণতা বেড়েছে। এসব ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে, যা শহরে আতঙ্ক তৈরি করছে। পুলিশের ভাষ্যমতে, গ্রেফতার হওয়া প্রায় ৩ হাজার নেতাকর্মীর মধ্যে অধিকাংশই এ ধরনের আকস্মিক মিছিল আয়োজন করতে গিয়ে ধরা পড়েছেন।