চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) পর্যায়ের আইন ও সামাজিকবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (৩ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। এই ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে গড়ে প্রায় ৬০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
ভর্তি পরীক্ষা কমিটির তথ্য অনুযায়ী, ‘ডি’ ইউনিটে মোট সাধারণ আসন রয়েছে ৮৪৯টি। এসব আসনের জন্য আবেদন জমা পড়েছে ৫১ হাজার ৫০৫টি। ইউনিটটির আওতায় সমাজবিজ্ঞান অনুষদের ৯টি বিভাগ, আইন অনুষদের আইন বিভাগ এবং শিক্ষা ও গবেষণা বিভাগসহ মোট ১২টি বিভাগ অন্তর্ভুক্ত রয়েছে।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দেশের তিনটি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হচ্ছে। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নিচ্ছেন ২০ হাজার ৫৪২ জন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৩ হাজার ৩৬৬ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী।
পরীক্ষার্থীদের সকাল সাড়ে ১০টার মধ্যে নিজ নিজ আসনে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রবেশপত্র প্রদর্শন ছাড়া কাউকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না। বেলা ১১টার পর কোনো পরীক্ষার্থীকে হলে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। পরীক্ষা শুরু হবে সকাল সাড়ে ১১টায় এবং শেষ হবে দুপুর সাড়ে ১২টায়।
এ বছর ভর্তি পরীক্ষা ১০০ নম্বরের বহুনির্বাচনী (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। ‘ডি’ ইউনিটে পাসের জন্য ন্যূনতম ৪০ নম্বর অর্জন করতে হবে। প্রশ্নপত্রে বাংলা বা ঐচ্ছিক ইংরেজি থেকে ৩০ নম্বর, ইংরেজি ৩০ নম্বর, বিশ্লেষণ দক্ষতা ২০ নম্বর এবং সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতি থেকে ২০ নম্বরের প্রশ্ন থাকছে।
এদিকে চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) আয়োজনে ‘ভাটিয়ারী ইন্টারন্যাশনাল ম্যারাথন’ অনুষ্ঠিত হওয়ায় ভাটিয়ারী–হাটহাজারী লিংক রোড সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে বিশ্ববিদ্যালয় এলাকায় যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে। এ পরিস্থিতিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিএমএ কর্তৃপক্ষ।
ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মাঠে রয়েছে প্রক্টরিয়াল বডি, চাকসু, বিএনসিসি ক্যাডেট, রোভার স্কাউট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Leave a Reply
You must be logged in to post a comment.