চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিদেশি ব্যবস্থাপনা ও অভিজ্ঞতা কাজে লাগানোর প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
সোমবার (১০ নভেম্বর) সকালে পতেঙ্গার লালদিয়া চর কন্টেইনার ইয়ার্ডের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নৌ উপদেষ্টা বলেন, “চট্টগ্রাম বন্দরকে আধুনিক ও আন্তর্জাতিক মানের করতে হলে বিদেশি ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত দক্ষতা গ্রহণ করা জরুরি। এতে বন্দরের দক্ষতা, স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়বে।”
তিনি জানান, ৩২ একর জায়গার ওপর নির্মিত হচ্ছে নতুন কন্টেইনার টার্মিনাল, যার মধ্যে ১৪ একর জায়গায় ইয়ার্ড তৈরি করা হয়েছে। এর ফলে বন্দরের ১০ হাজার একক কন্টেইনার ধারণক্ষমতা বৃদ্ধি পাবে, যা দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।
বন্দর ট্যারিফ বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, “এটি হঠাৎ কোনো সিদ্ধান্ত নয়; বরং আগে থেকেই সব স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্দেশ্য হলো সেবা উন্নয়ন ও বন্দর পরিচালনায় টেকসই কাঠামো তৈরি করা।”
পরে সকাল ১১টায় বে টার্মিনাল এলাকায় নতুন পরিবহন টার্মিনালের উদ্বোধন করেন নৌ উপদেষ্টা।
তিনি বলেন, “বে টার্মিনাল চালু হলে বাংলাদেশ আঞ্চলিক বাণিজ্যে আরও শক্ত অবস্থানে পৌঁছাবে। এটি হবে দেশের অর্থনীতির নতুন প্রাণশক্তি।”






