দেশে ডেঙ্গু পরিস্থিতি এবার ভিন্ন রূপ নিয়েছে। রাজধানীর বাইরে প্রান্তিক জনপদেও দ্রুত ছড়িয়ে পড়ছে এডিস মশার দাপট। বিশেষ করে বরিশাল জেলায় শনাক্ত হচ্ছে সবচেয়ে বেশি রোগী, যা চিকিৎসকদের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর শুধু শহরের সমস্যা নয়, গ্রামেও সমানভাবে বিস্তার লাভ করছে। শহরের মতো গ্রামে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই পানি জমে থাকে, আর সেই পানিই এডিস মশার প্রজননের আদর্শ স্থান হয়ে উঠছে। গ্রাম থেকে রোগী শহরে এলে মশার মাধ্যমে ভাইরাস আরও দ্রুত ছড়িয়ে পড়ছে।
চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন—চোখ লাল হওয়া, পেটে পানি জমা, হঠাৎ প্রলাপ বকা, শ্বাসকষ্ট বা প্রেসার কমে যাওয়া মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে রোগীকে হাসপাতালে নিতে হবে। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত কীটনাশক ছিটানো, পরিচ্ছন্নতা অভিযান ও দ্রুত রোগী শনাক্তের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণ সম্ভব।
Leave a Reply