বিতরণ লাইনের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ দেখা দিয়েছে। শনিবার (১০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর মিরপুর রোডে গণভবনের সামনে অবস্থিত চার ইঞ্চি ব্যাসের একটি গ্যাস পাইপলাইনের ভাল্ব ফেটে গিয়ে লিকেজ সৃষ্টি হয়েছে। লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের একাধিক ভাল্ব বন্ধ রেখে গ্যাসের চাপ সীমিত করা হয়েছে।
এর ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকায় গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করছে। অনেক এলাকায় রান্নাসহ দৈনন্দিন কাজে ভোগান্তি চরমে পৌঁছেছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ভাল্ব দ্রুত পরিবর্তনের কাজ চলছে এবং যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এ কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
Leave a Reply
You must be logged in to post a comment.