গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে ঘিরে সহিংসতা চরমে উঠেছে। বুধবার (১৬ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে শহরের সমাবেশস্থলে ককটেল ও ইটপাটকেল ছুড়ে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা।
স্লোগান দিতে দিতে খালের ওপার থেকে দুর্বৃত্তরা হামলা চালায়
হামলার সময় উপস্থিত ছিল পুলিশ ও এপিবিএন
পুলিশ ও এনসিপি নেতারা সমাবেশস্থল ছেড়ে পালিয়ে যান
পরে এনসিপির কর্মীরা ফিরে এসে সমাবেশ পুনরায় শুরু করেন
অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়
সকাল ৯টায় গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ
সদরের গান্ধীয়াশুর এলাকায় সড়কে গাছ ফেলে অবরোধ এবং ইউএনওর গাড়িবহরে হামলা
এই সহিংস ঘটনাগুলোতে পুলিশ ও ইউএনওসহ অনেকেই আহত হয়েছেন।
এই হামলা শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচির ওপর আঘাত নয়, বরং দেশের গণতান্ত্রিক সভা-সমাবেশের নিরাপত্তা ও রাজনৈতিক সহিষ্ণুতার প্রশ্নও সামনে নিয়ে আসছে।
Leave a Reply