গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানার অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৩৭) মারা গেছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এর আগে গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে ওই কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভানোর সময় হঠাৎ বিস্ফোরণে দগ্ধ হন নাঈমসহ কয়েকজন ফায়ার ফাইটার। তার শরীরের ৪২ শতাংশ দগ্ধ হয়েছিল।
এই ঘটনায় এখন পর্যন্ত তিনজন ফায়ার ফাইটার প্রাণ হারালেন।
২৩ সেপ্টেম্বর মারা যান শামীম আহমেদ
২৪ সেপ্টেম্বর মারা যান নুরুল হুদা
সবশেষ ২৭ সেপ্টেম্বর মারা গেলেন জান্নাতুল নাঈম।
এছাড়া দোকান কর্মচারী আল আমিন হোসেন বাবু (২২) শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
খন্দকার জান্নাতুল নাঈম ১৯৮৮ সালের ২৪ আগস্ট শেরপুরের নকলা উপজেলার গড়দুয়ারা ইউনিয়নে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালে ফায়ার সার্ভিসে যোগ দেন তিনি। কর্মজীবনে মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনে দায়িত্ব পালন করার পর সর্বশেষ টঙ্গীতে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জনক।
ফায়ার সার্ভিস জানিয়েছে, দায়িত্ব পালনকালে এ পর্যন্ত ৫১ জন সদস্য প্রাণ উৎসর্গ করেছেন। তাদের আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।
Leave a Reply