গাজা সিটির আবাসিক এলাকা ও অস্থায়ী আশ্রয়শিবিরে ভয়াবহ বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এসব হামলায় এখন পর্যন্ত অন্তত ৫৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয়রা বলছে, পুরো পরিবারকে একসঙ্গে নিশ্চিহ্ন করে দিচ্ছে দখলদার বাহিনী।
এদিকে যুক্তরাজ্যের ভূমিকা নিয়ে লন্ডনে শুরু হয়েছে দুই দিনের আন্তর্জাতিক আলোচনা সভা, যার আয়োজন করেছেন দেশটির লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন।
অন্যদিকে, হামাস জানিয়েছে তারা গাজা পরিচালনায় স্বাধীন জাতীয় প্রশাসন গঠনে রাজি এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি মানতে প্রস্তুত, যার আওতায় সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় হামাসের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, কেবলমাত্র মন্ত্রিসভার শর্ত মেনে নিলেই যুদ্ধ শেষ হতে পারে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ৬৪ হাজার ২৩১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৫৮৩ জন। অন্যদিকে ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে প্রাণহানি হয়েছিল ১ হাজার ১৩৯ জনের, আর প্রায় ২০০ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল।
Leave a Reply