1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

গাজা যুদ্ধের মধ্যে আকস্মিক সফরে ওয়াশিংটনে পৌঁছালেন নেতানিয়াহু

kmsobuj.myreportjtv@gmail.com
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১২০ Time View

গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান এবং হামাসের পাল্টা রকেট হামলার প্রেক্ষাপটে আকস্মিক সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী সারা নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, রোববার (৬ এপ্রিল) স্থানীয় সময় রাতে হাঙ্গেরির বুদাপেস্ট থেকে রওনা হয়ে তারা ওয়াশিংটনে পৌঁছান। সফরের সময়সীমা প্রাথমিকভাবে মঙ্গলবার পর্যন্ত নির্ধারিত হলেও চ্যানেল ১২ জানিয়েছে, এটি বাড়তে পারে।

নেতানিয়াহুর সফরসূচি অনুযায়ী, তিনি সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন, যেখানে আলোচনার মূল বিষয়গুলো হতে পারে: গাজা যুদ্ধ পরিস্থিতি, জিম্মিদের মুক্তি

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি, যেখানে ইসরায়েলি পণ্যের উপর ১৭% শুল্ক আরোপ করা হয়েছে

এছাড়া নেতানিয়াহু মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গেও বৈঠক করবেন, যিনি মূলত ট্রাম্পের শুল্ক নীতির দেখভাল করছেন।

এ সফর পূর্বে ঘোষিত না হওয়ায় বিশেষ নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে নেতানিয়াহুর ফ্লাইট রুট পরিবর্তন করা হয়।
ইসরায়েলি পত্রিকা হারেৎজ জানায়, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা থাকায় নেতানিয়াহুকে বহনকারী রাষ্ট্রীয় বিমান “উইং অব জায়ন” আয়ারল্যান্ড, আইসল্যান্ড এবং নেদারল্যান্ডসের মতো দেশগুলোর আকাশসীমা এড়িয়ে ক্রোয়েশিয়া, ইতালি ও ফ্রান্সের উপর দিয়ে ওয়াশিংটন পৌঁছেছে।

জানা গেছে, এই সফর গত সপ্তাহে নেতানিয়াহু, ট্রাম্প এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের মধ্যে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় আলোচনার পর চূড়ান্ত হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss