গাজা অভিমুখে যাত্রার পথে ক্রমেই এগোচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। সংগঠনটি জানিয়েছে, তাদের বহর এখন “উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায়” প্রবেশ করেছে, যা গাজা উপকূল থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল (২৭৮ কিমি) দূরে। এর আগেও ঠিক এই এলাকাতেই ফ্লোটিলাগুলোকে ইসরায়েলি বাহিনী থামিয়েছে বা আক্রমণ চালিয়েছে।
স্পেন ও ইতালি থেকে আসা জাহাজগুলো বর্তমানে ফ্লোটিলার সঙ্গে রয়েছে, যাতে আন্তর্জাতিক জলসীমা অতিক্রমের সময় নিরাপত্তা নিশ্চিত করা যায়। এ ছাড়া আকাশে তুরস্কের ড্রোন টহল দিচ্ছে, সম্ভাব্য কোনো হামলার নজরদারির উদ্দেশ্যে।
যাত্রার ঝুঁকি কমাতে সুমুদ ফ্লোটিলা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে, যাতে বোর্ডে থাকা স্বেচ্ছাসেবীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
অন্যদিকে ইসরায়েল ঘোষণা করেছে, তারা যেকোনো মূল্যে এই ফ্লোটিলা থামাবে। তাদের দাবি, মানবিক সহায়তার নামে স্বেচ্ছাসেবীরা “বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা করছে”।
Leave a Reply