গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় নতুন করে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) স্কুল, তাবু এবং আবাসিক বাড়িতে বিমান হামলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।
এদিকে, ইসরাইলি বন্দিদের পরিবার ও সমর্থকরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে চাপ দিচ্ছেন একটি সমঝোতায় পৌঁছাতে, যাতে তাদের স্বজনদের মুক্তি নিশ্চিত হয়। বন্দিদের মুক্তির দাবিতে তেলআবিবসহ বিভিন্ন শহরে বিক্ষোভ মিছিল হয়েছে।
অন্যদিকে, লন্ডনে হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের প্রচারণা গ্রুপটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলের যুদ্ধে এ পর্যন্ত গাজায় অন্তত ৬৪ হাজার ৩৬৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৭৭৬ জন। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষের লাশ আটকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলায় ইসরাইলে ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করা হয়েছিল।
Leave a Reply