মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করতে হলে হামাসকে নিরস্ত্র করা ছাড়া কোনো বিকল্প নেই। একই সঙ্গে তিনি জানান, এই প্রক্রিয়া বাস্তবায়নে আরব রাষ্ট্রগুলোকে গাজায় নিরাপত্তা জোরদারে সহায়তা করতে হবে।
বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এক বিবৃতিতে জেডি ভ্যান্স বলেন, “গাজার পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। খুব শিগগিরই হয়তো আমাদের প্রতিনিধি দল সেখানে যাবে—আমিও যেতে পারি। তবে হামাসকে নিরস্ত্র করতে হবে, কারণ এটি অত্যন্ত জটিল ইস্যু। হামাস যদি ইসরায়েলের ওপর হামলা চালায়, তাহলে ইসরায়েল থেমে থাকবে না।”
এর আগে, যুদ্ধবিরতি ভেঙে গাজায় হামলা করার কয়েক ঘণ্টা পর আবারও চুক্তিতে ফেরার দাবি তোলে ইসরায়েল, দাবি করে—হামাস শর্ত ভঙ্গ করায় তারা পাল্টা অভিযানে বাধ্য হয়েছে।
অন্যদিকে, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইসরায়েলি হামলায় বহু প্রাণহানি সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে, এবং ওয়াশিংটন শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর।