ইসরায়েলের গণহত্যামূলক হামলায় গৃহহীন হয়ে পড়া ফিলিস্তিনিদের ওপর নতুন করে আঘাত হানছে ঝড় বায়রন। ভারী বৃষ্টি, প্রবল বাতাস ও জলাবদ্ধতায় গাজার দক্ষিণাঞ্চলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, আগেই যাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা হয়েছে, সেই পরিবারগুলো এখন বৃষ্টির পানিতে ডুবে থাকা টেন্টে আটকা পড়েছে।
জাতিসংঘের বিশেষ প্রতিবেদনকারী ফ্রানচেসকা আলবানিজে বলেছেন, ঝড় বায়রন আঘাত হানায় গাজার মানুষ এখন “হাড়-কাঁপানো শীত ও ক্ষুধার” মুখে পড়েছে। তার ভাষায়, পরিস্থিতি যেন “অবিরাম দুঃস্বপ্নের মতো।”
ইসরায়েলের গাজায় গণহত্যার প্রতিবাদে ২০২৬ সালের ইউরোভিশন গান প্রতিযোগিতা বর্জনের ঘোষণা দিয়েছে আইসল্যান্ড। দেশটি এভাবে ইসরায়েলের অংশগ্রহণের বিরুদ্ধে অবস্থান নেওয়া পঞ্চম রাষ্ট্র।
ইসরায়েলের চলমান হামলায় গত ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৭০,৩৬৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন ১,৭১,০৬৯ জন।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং প্রায় ২০০ জনকে বন্দি করে নিয়ে যাওয়া হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.